(বিশেষ প্রতিনিধি)ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফুলপুর উপজেলা শাখার পক্ষ হতে ফুলপুর নিউ ফুটবল একাডেমী ক্লাবের খেলোয়াড়দেরকে জার্সি উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (সবুজ মেলা) খেলার মাঠে জার্সি প্রদানে উপস্থিত ছিলেন, ফুলপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ক্বারী সুলতান আহম্মাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান রনি, নির্বাহী সদস্য ফয়জুর রহমানসহ ফুলপুর নিউ ফুটবল একাডেমী ক্লাবের খেলোয়াড়গণ।