(ফুলপুর প্রতিনিধি)ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও ফুলপুর থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেলকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। জানা যায়, গত রোববার ইসি’র সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এই সংক্রান্ত আলাদা দুইটি চিঠি জননিরাপত্তা বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। আসন্ন দ্বাদশ (৭ই জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে তাদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন।