(নিজস্ব প্রতিবেধক) ময়মনসিংহের ফুলপুর উপজেলায় “ফুলপুর পরিবার” নামক ফেইসবুক গ্রুপের উদ্যোগে রমজান মাস ব্যাপী ২ টাকায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দ্রব্যমূল্যের বাজার উর্ধ্বগতির কারণে যেসব মানুষজন ইফতার কিনে খাওয়ার সামর্থ্য রাখেনা মূলত সেসব অসহায় ও গরীব মানুষদের জন্যেই এ ব্যতিক্রমী আয়োজন করেছে গ্রুপটি। প্রতিদিন পৌরসভার বিভিন্ন পয়েন্টে ৫০ জন লোকের মাঝে বিতরণ করা হচ্ছে ২ টাকার এ ইফতার সামগ্রী। গ্রুপের সদস্য তৌকির আহমেদ পান্না, রিয়াজুল হাসান, মহাদী হাসান হাসিব, নাসিম অন্তর, ইহতিশাম মোসাদ্দেক, আরিফুল ইসলাম নিপুন, জাহিদুল হক সুমন ও ফারদিন নিহাদসহ ৮ জন মিলে নিয়মিত কাজ করছেন ইফতার বিতরণ কার্যক্রমে। গ্রুপের মুখপাত্র তৌকির আহমেদ পান্না জানান, পুরো রমজান জুড়ে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে…..ইনশাআল্লাহ। রমজান উপলক্ষে ইফতার বিতরণের ব্যতিক্রমী এ পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনতা।