(নিজস্ব প্রতিবেধক) ১৫ই জানুয়ারি সোমবার ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে অবস্থিত জারুয়া আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকায় অসহায়, দুস্থ, দরিদ্র ও বিধবা নারীসহ ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শতদ্রু ফাউন্ডেশন।
প্রতিবছরের মতো এবারো শতদ্রু ফাউন্ডেশন বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের উদ্দ্যোগ নিয়েছে। এবার ৪ টি ভিন্ন ভিন্ন স্থানে ২৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্দ্যোগ নিয়েছে সংগঠনটি।
আজ ১ম ধাপে জারুয়া আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শুরু হলো এবারের কার্যক্রম। আগামী ১৮ জানুয়ারি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে, ২০ জানুয়ারি গাজীপুর জেলার জয়দেবপুরে এবং ২১ জানুয়ারি ফুলপুরের সবুজ মেলার মাঠে শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি।
আজ জারুয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন শতদ্রু ফাউন্ডেশন, ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাদিয়া সিদ্দিকী হিমেল, সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, জারুয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, স্থানীয় স্বেচ্ছাসেবক কিবরিয়াসহ শতদ্রু ফাউন্ডেশনের প্রমুখ স্বেচ্ছাসেবকবৃন্দ।