বিশেষ প্রতিনিধি)যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের (সুতারকান্দি- চকগদাধর) গণহত্যার অন্যতম আসামী রবিরমাড়া গ্রামের ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: হারুন অর রশিদ এর ছেলে জিয়াউল হক বদরু(৭৮) গত ৮ মার্চ ২০২৪ তারিখ অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আসামী বর্তমানে জেলহাজতে আছে।
তার বিরুদ্ধে অভিযোগ আছে তার নেতৃত্বে ১৯৭১ সালে যুদ্ধের সময় চকগদাধর, বড় চিলাগাই,ও সুতারকান্দি গ্রামের ১৩ জন নিরীহ মানুষকে ধরে নিয়ে হত্যা করেছে নীলগন্জ ঘাটে।