(ফুলপুর,ময়মনসিংহ) ময়মনসিংহের ফুলপুরে মানবজমিন প্রতিনিধি মিজানুর রহমান আকন্দকে আহ্বায়ক ও গণমুক্তি প্রতিনিধি আব্দুর রহমান রনিকে সদস্য সচিব ঘোষণা করে উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (রেজি: নং- ০৬/২০২২) বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৬ মার্চ) সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর সাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) ময়মনসিংহের ফুলপুর উপজেলাসহ সারাদেশে ৫৩টি শাখাকে মেয়াদোত্তীর্ন ঘোষণা করা হয়। সাংগঠনিক নিস্কৃয়তাসহ নানা কারনে শাখাগুলোর ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাক্ষরিত ওই পত্রে আগামী ১৫ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমাদানের জন্য আহ্বায়ক কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।