স্টাফ রিপোটার :
ময়মনসিংহের ফুলপুরে গত (২৮ মার্চ ২০২৩) তারিখ বাশাটি এলাকায় ভুট্রা ক্ষেতে অর্ধ গলিত লাশের হত্যার উদঘাটনায় ফুলপুর থানার চৌকস টিম ঘটনার পর থেকে বিরতিহীন ভাবে কাজ করে ১৮ ঘন্টা সময়ের মধ্যে তথ্য প্রযুক্তি ও বিশ্বস্থ সোর্সের সহযোগিতায় ঘটনায় জড়িত আসামী বাশাটি এলাকার হাবিবুর রহমানের পুত্র নাজিমউদ্দিন ওরফে নাইজ্জা (৪৫) কে গ্রেফতার করে।
ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ১নং ছন্দরা ইউপি এলাকার বাশাটি সাকিনে ভুট্রা ক্ষেতে অর্ধ গলিত লাশের সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে মৃতের সৎবোন ও মেয়ের সনাক্ত মতে জানতে পারে লাশের ব্যক্তিটি রাশিদা বেগম (৫০) সাবেক স্বামী আ: সালাম, বর্তমান স্বামী তুলা মিয়া, সাং হরিনাদী, থানা- ফুলপুর, জেলা-ময়মনসিংহ এর লাশ। লাশের অবস্থা দেখে ফুলপুর থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। ঘটনার রহস্য উদঘাটনের লক্ষে মাঠে নামে ফুলপুর থানা পুলিশ।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা পিপি এর দিক নির্দেশনায়, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদারের তত্ত্বাবধায়নে, ফুলপুর থানার অফিসার ইন চার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুন এ-র দিক নির্দেশনায় সুদক্ষ নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোফাখ্খির উদ্দিন, এসআই মেহেদী হাসান সুমন মিয়া, এএস আই শহিদুল ইসলাম, এএসআই রতন চৌধুরী ও এএসআই মিজান সহ চৌকস টিম ঘটনার পর থেকে বিরতিহীন ভাবে কাজ করে ১৮ ঘন্টা মধ্যে তথ্য প্রযুক্তি ও বিশ্বস্থ সোর্সের সহযোগিতায় ঘটনায় জড়িত আসামী নাজিমউদ্দিন ওরফে নাইজ্জা (৪৫),পিতা-মৃত হাবিবুর রহমান, সাং বাশাটি,থানা-ফুলপুর,জেলা- ময়মনসিংহ।
উক্ত আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে তাহার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় মৃতা ভিকটিম রাশিদার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের ৪০/৪৫ গজ দুরে ধান ক্ষেত থেকে উদ্ধার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করিলে আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দী গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামী নাজিম উদ্দীন ওরফে নাইজ্জাকে জেল হাজতে প্রেরণ করেন।