1. admin@baliapratidin.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যান ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে মফস্বল সাংবাদিক ফোরামের আহ্বায়ক মিজান আকন্দ , সদস্য সচিব রনি: ফুলপুরে ৭১ এর যুদ্ধাপরাধী মামলার আসামী গ্রেফতার ভ্রাম্যমান আদালত বসিয়ে সাংবাদিক’কে সাজা দেয়া ঘটনায় প্রত্যাহার হচ্ছেন সেই ইউএনও-এসিল্যান্ড ফুলপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে ৩বছরের শিশুর মৃত্যু সাংবাদিকের কারাদণ্ড: বিএমএসএফ’র ৯ সদস্য বিশিষ্ট তদন্ত পর্যবেক্ষন টিম গঠন: ফুলপুরে মানবাধিকার কমিশনের দ্বিতীয়বার কম্বল বিতরন ফুলপুরে মানবাধিকার কমিশন এর উদ্যোগে অসহায় হতদরিদ্র’দের মাঝে কম্বল বিতরণ ফুলপুরে অসহায় শীতার্থের মাঝে শতদ্রু ফাউন্ডেশন এর কম্বল ভিতর বিভিন্ন ক্যাম্পিং’র মধ্যে দিয়ে ফানুস ও আতসবাজি ব্যবহারের সচেতনতা মূলক আহ্বান।

ফুলপুরে অর্ধগলিত লাশ উদ্ধারের ১৮ ঘন্টার মধ্যে আসামী নাজিম উদ্দীন গ্রেফতার

স্টাফ রিপোর্টার -
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার :

ময়মনসিংহের ফুলপুরে গত (২৮ মার্চ ২০২৩) তারিখ বাশাটি এলাকায় ভুট্রা ক্ষেতে অর্ধ গলিত লাশের হত্যার উদঘাটনায় ফুলপুর থানার চৌকস টিম ঘটনার পর থেকে বিরতিহীন ভাবে কাজ করে ১৮ ঘন্টা সময়ের মধ্যে তথ‍্য প্রযুক্তি ও বিশ্বস্থ সোর্সের সহযোগিতায় ঘটনায় জড়িত আসামী বাশাটি এলাকার হাবিবুর রহমানের পুত্র নাজিমউদ্দিন ওরফে নাইজ্জা (৪৫) কে গ্রেফতার করে।

ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ১নং ছন্দরা ইউপি এলাকার বাশাটি সাকিনে ভুট্রা ক্ষেতে অর্ধ গলিত লাশের সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে মৃতের সৎবোন ও মেয়ের সনাক্ত মতে জানতে পারে লাশের ব‍্যক্তিটি রাশিদা বেগম (৫০) সাবেক স্বামী আ: সালাম, বর্তমান স্বামী তুলা মিয়া, সাং হরিনাদী, থানা- ফুলপুর, জেলা-ময়মনসিংহ এর লাশ। লাশের অবস্থা দেখে ফুলপুর থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে এটি একটি পরিকল্পিত হত‍্যা কান্ড। ঘটনার রহস‍্য উদঘাটনের লক্ষে মাঠে নামে ফুলপুর থানা পুলিশ।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা পিপি এর দিক নির্দেশনায়, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদারের তত্ত্বাবধায়নে, ফুলপুর থানার অফিসার ইন চার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুন এ-র দিক নির্দেশনায় সুদক্ষ নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোফাখ্খির উদ্দিন, এসআই মেহেদী হাসান সুমন মিয়া, এএস আই শহিদুল ইসলাম, এএসআই রতন চৌধুরী ও এএসআই মিজান সহ চৌকস টিম ঘটনার পর থেকে বিরতিহীন ভাবে কাজ করে ১৮ ঘন্টা মধ্যে তথ‍্য প্রযুক্তি ও বিশ্বস্থ সোর্সের সহযোগিতায় ঘটনায় জড়িত আসামী নাজিমউদ্দিন ওরফে নাইজ্জা (৪৫),পিতা-মৃত হাবিবুর রহমান, সাং বাশাটি,থানা-ফুলপুর,জেলা- ময়মনসিংহ।

উক্ত আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে তাহার দেওয়া তথ‍্য ও স্বীকারোক্তি মতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় মৃতা ভিকটিম রাশিদার ব‍্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের ৪০/৪৫ গজ দুরে ধান ক্ষেত থেকে উদ্ধার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করিলে আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দী গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামী নাজিম উদ্দীন ওরফে নাইজ্জাকে জেল হাজতে প্রেরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD