( নিজস্ব প্রতিবেদক) ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে আতিক মটরস্ এর সৌজন্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে (১২ এপ্রিল) বুধবার উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নিবার্হী অফিসার প্রেসক্লাব উপদেষ্টা এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি ) অমিত রায়, গ্রামাউস নির্বাহী পরিচালক সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান সুমন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সুত্রধর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনায়েত হোসেন মন্ডল, বিশিষ্ট সমাজসেবক একেএম সিরাজুল হক, নূর মোহাম্মদ তারাকী বাবুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেকলীগ নেতা মাহবুবুর রহমান, আশিক তালুকদার, তারাকান্দা মডেল প্রেসক্লাব সভাপতি নাজমুল হক, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন ফুলপুর পরিবার ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিশিষ্ট ব্যবসায়ী প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ মোনাজাত করেন ফুলপুর প্রেসক্লাব সহ-সভাপতি পীরে কামেল মাওলানা ক্বারী সুলতান আহম্মাদ ফুলপুরী।