তারাকান্দা উপজেলা বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হওয়ার পূর্বে থেকেই শিক্ষানুরাগী সামাজিক ও পরোপকারী এই ব্যাক্তিটি তারাকান্দা উপজেলার মানুষের সুখে দুঃখে সাধ্যমত পাশে থেকে ভক্তির পাত্র হিসেবে ভালোলাগা ও ভালোবাসার মানুষে পরিণত হোন৷
উপজেলাবাসীর মতে নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার একজন সৎ ও ক্লীন ইমেইজের ব্যাক্তি তিনি অতিতে উপজেলাবাসীর নানান উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে তাদের সুখ দুঃখে পাশে থেকেছেন৷ কোনো ব্যাক্তিস্বার্থ ব্যাতিত জনস্বার্থে নানানভাবে উপজেলাবাসীকে সাহায্য সহযোগী করে গেছেন৷ উপজেলাবাসীর অনেকেই মতব্যাক্ত করে বলেছেন আগামী উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনাব নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার আগামীর চেয়ারম্যান হিসেবে বিজয়ের হাঁশি হাসবেন৷
নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার বলেন -আমি জনগণের শাসক নয় সেবক হয়ে থাকতে চাই। আমি নেতা হতে আসিনি,জনবান্ধব মানুষ হয়ে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। ভোটারগণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি৷