1. admin@baliapratidin.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যান ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে মফস্বল সাংবাদিক ফোরামের আহ্বায়ক মিজান আকন্দ , সদস্য সচিব রনি: ফুলপুরে ৭১ এর যুদ্ধাপরাধী মামলার আসামী গ্রেফতার ভ্রাম্যমান আদালত বসিয়ে সাংবাদিক’কে সাজা দেয়া ঘটনায় প্রত্যাহার হচ্ছেন সেই ইউএনও-এসিল্যান্ড ফুলপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে ৩বছরের শিশুর মৃত্যু সাংবাদিকের কারাদণ্ড: বিএমএসএফ’র ৯ সদস্য বিশিষ্ট তদন্ত পর্যবেক্ষন টিম গঠন: ফুলপুরে মানবাধিকার কমিশনের দ্বিতীয়বার কম্বল বিতরন ফুলপুরে মানবাধিকার কমিশন এর উদ্যোগে অসহায় হতদরিদ্র’দের মাঝে কম্বল বিতরণ ফুলপুরে অসহায় শীতার্থের মাঝে শতদ্রু ফাউন্ডেশন এর কম্বল ভিতর বিভিন্ন ক্যাম্পিং’র মধ্যে দিয়ে ফানুস ও আতসবাজি ব্যবহারের সচেতনতা মূলক আহ্বান।

ময়মনসিংহে জোরা খুনের রহস্য উদঘাটন গ্রেফতার ৩

মোঃ-শাফায়েত উল্লাহ্ শান্ত
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

শাফায়েত উল্লাহ্ শান্ত (ফুলপুর ময়মনসিংহ্) ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন ২২/৪/২৩ইং তারিখ অনুমানিক রাত ৪:৪০ ঘটিকায় ময়মনসিং চক্রবর্তী রোডস্থ রাস্তার পাশে একটি রিক্সাতে চালকের রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখা যায়, একই তারিখে ভোর ৫:৩০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন গোহাইলকান্দি পশ্চিমপাড়া সাকিনে সরকারী পাকা ড্রেনের রিক্সার পাশে রাস্তায় আরেকটি রক্তাক্ত মরদেহ পরে থাকার সংবাদ পেয়ে৷ দ্রুত ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার একটি চৌকস টীম পৌছে ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনী পদক্ষেপ গ্রহন করেন৷ খুব দ্রুুততম সময়ের মাঝে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ভিকটিমদের পরিচয় শনাক্ত করা হয়৷ ভিকটিম প্রথমজন মোঃ হাবিবুর রহমান (৫২) পিতা-আক্কাস আলী সাং- ভাটিবাড়েরার পাড় থানা-কোতোয়ালী পেশায় অটো চালক৷ দ্বিতীয় জন সাদেক মিয়াঁ-(৩৫) পিতা-চাঁনু মিয়াঁ সাং- শষ্যমালা থানা -কোতোয়ালি উভয় জেলা ময়মনসিংহ্৷

ক্রাইমসিন পরিদর্শক ও ঘটনার মোটিভ পর্যবেক্ষণ করে পুলিশ নিশ্চিত হয় এই জোরা খুন একই চক্রের কাজ৷
ঘটনার রহস্য উদঘাটন করতে তথ্য প্রযুক্তি আইন ব্যাবহার করে গোহাইলকান্দি জামতলা ও কাশর তিনকোনা পুকুরপাড় থেকে একই তারিখ বেলা ৩ঘটিকার সময় খুনের সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করে পুলিশ৷

গ্রেফতারকৃত আসামীরা হলো -১/অন্তর কুমার ডে( ১৯) পিতা- ভজন কুমার ডে
সাং-গোয়ালকান্দি ২/মামুন (১৯) পিতা- মোঃ খোকন মিয়াঁ সাং- জামতলা মসজিদ সংলগ্ন ৩/ কাজী মুহাম্মদ মাহিদ বাদশা(১৯) পিতা- কাজী মিন্নাত হোসেন সাং- জামতলা সর্ব থানা- কোতোয়ালি জেলা -ময়মনসিংহ কে গ্রেফতার করে তাদের হত্যাকান্ডে ব্যাবহৃত অস্ত্র জব্দ করা হয়, এবং আসামীদের পরিধেয় পোশাকে লেগে থাকা রক্তমাখা জামা উদ্ধার পূর্বক তাদের স্বীকার উক্তি গ্রহণ করা হয়৷হত্যার কথা স্বীকার করে তারা জানায় ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা সুপরিকল্পিতভাবে অটো ও রিক্সা ভাড়া করে তাদের কাঙ্ক্ষিত স্থানে নিয়ে গিয়ে একই ছুরি দিয়ে দুইজনকে হত্যা করে তাদের সাথে থাকা টাকা পয়সা সহ যাবতীয় মালামাল নিয়ে যায় আসামীরা৷

এত কম সময়ের মাঝে জোরা খুনের মূল রহস্য উদঘাটন করে আসামীদের দ্রুততম সময়ের মাঝে গ্রেফতার করায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ প্রশাসনকে নানান মহলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন৷

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD