(বিশেষ প্রতিনিধি)ময়মনসিংহের ফুলপুরে শিশু অপহরণকারী এক মহিলাকে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ। জানা যায়, ২৪ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গোদারিয়া উত্তর গ্রামের হোসেন ভবনের মালিক আলহাজ্ব হোসাইন মাহমুদের ৫ বছরের শিশুপুত্র ইউসুফ হোসেন নুর ও ভাড়াটিয়া আরিফুর রহমানের ৩ বছর বয়সী কন্যা শিশু আদিবা রহমান বাড়ীর বাইরের আঙ্গিনায় খেলা করছিলো। সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে তাদের পরিবারের লোকজন শিশু দুইটিকে আশপাশে খোঁজে না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল দেন। ৯৯৯ নাম্বারে কলের সুবাধে ফুলপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি জানার পর থানা পুলিশ তাৎক্ষণিক উপজেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া শিশু দুইটির খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। থানার বিভিন্ন অফিসারগণ তাদের স্ব-স্ব বিট সমুহের লোকজনদের বিষয়টি অবগত করেন এবং এ ধরনের দুইজন শিশু পাওয়া গেলে সাথে সাথেই থানায় জানানোর অনুরোধ জানান। খোঁজাখুজির এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে, সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে একজন মহিলা দুইটি শিশুকে হাঁটিয়ে হাঁটিয়ে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। এ সংবাদে তাদের আটক রাখার অনুরোধ করা হয়। থানার অফিসার ও ফোর্সসহ শিশু দুইটির পিতামাতা ঘটনাস্থলে গিয়ে তাদের হারিয়ে যাওয়া শিশু বলে সনাক্ত করেন। শিশু দুইটিকে জিজ্ঞাসা বাদে জানা যায়, চিপস্ ও বিস্কুট খাইয়ে আরও চিপস বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে ফুসলিয়ে তাদেরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিলো জাহানারা (৪৫) নামের একজন অপরিচিতা মহিলা। শিশু অপহরণকারী জাহানারা (৪৫) হালুয়াঘাট উপজেলার ২ নং যুগলী ইউনিয়নের ঘোষবেড় দক্ষিন (কোনা পাড়া) গ্রামের মৃত আঃ রাজ্জাকের মেয়ে। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ্ আল মামুন জানান, অপহরণকারীর বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হবে। নিজের শিশু সন্তানের প্রতি নজর রাখুন ও সতর্ক থাকুন। তাদেরকে চোখের আড়াল করবেন না। এতে যেকোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।