1. admin@baliapratidin.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

ফুলপুর ও তারাকান্দার উলামায়ে কেরামের ঈদ পূণর্মিলনি মত বিনিময় সভা অনুষ্ঠিত।

(বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে
(বিশেষ প্রতিনিধি)ফুলপুর তারাকান্দায় ওয়ায়েজিন পরিষদ গঠনের লক্ষ্যে ইসলামী বক্তাদের নিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। তারাকান্দা মডেল মসজিদ সংলগ্ন কুরকুচিকান্দা কোরানিয়া আবাসিক এতিমখানা মাদ্রাসায় গত ২৬ এপ্রিল বুধবার মাও জহিরুল ইসলাম মান্নানী সাহেবের উদ্যোগে, মাও ক্বারী সুলতান আহমাদ পীর সাহেব ফুলপুরী ও ক্বারী আমজাদ সাহেবের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন মাও আবু হানিফা সিকদার, মাও আল আমিন বিন মাহমুদ, মাও সামিউল সাদী, মাও আমিনুল ইসলাম জিহাদী, মাও মাসউদুর রহমান ফরিদী, মাও লোকমান হোসাইন, মাও আব্দুল গফুর, মাও আহমাদ সাদী মাও দেলোয়ার হুসাইন জিহাদী, মাও আঃ হালিম বিন হাবিবী, মাও আলমগীর হোসাইন, মাও আব্দুর রহমান ফুলপুরী, মাও খায়রুল ইসলাম বাশারী, মাও মুফীদুর রহমান আসআদী, মাও শরিফুল ইসলাম ফুলপুরী, মাও আব্দুল্লাহ আল মামুন নূরী, মাও ইখলাছ উদ্দিন, মাও রবিউল ইসলাম, মাও আব্দুস সালাম জিহাদী, প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সকলের মতামত ক্রমে, ফুলপুর তারাকান্দা ওয়ায়েজীন পরিষদ নামে একটি অরাজনৈতিক সংগঠন নামকরণ করা হয়। এছাড়াও সভায় উপস্থিত সকলের মতামত ক্রমে আগামী ঈদুল আজহার পর জুলাই মাসের ৩/৬/২৩ ইং তারিখে ফুলপুর থানা রোড সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মারকাযুত তাহফিজ ইন্টারঃ মাদ্রাসায়, ফুলপুর ও তারাকান্দার ওয়ায়েজীন পরিষদ, অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD