মোঃ শাফায়েত উল্লাহ্ শান্ত (ফুলপুর, ময়মনসিংহ্ ) ময়মনসিংহের ফুলপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলো শতদ্রু ফাউন্ডেশন নামে এক সেচ্ছাসেবী সংগঠন। জানা যায়, টাকার অভাবে ক্ষেতের পাকা ধান শ্রমিক দিয়ে কাটাতে পাচ্ছিলেন না উপজেলার মোকামিয়া গ্রামের হতদরিদ্র কৃষক মোঃ শাহজাহান মিয়া। সময়মত কাটতে না পারার কারণে ক্ষেতের পাকা ধানগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো। খবর পেয়ে তাকে সহযোগিতার জন্য গত (২৬ এপ্রিল) বুধবার সেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক একরামুল হক জিহাদের নিদের্শনায় উপজেলা সভাপতি হিমুর নেতৃত্বে সেচ্ছাসেবকদের একটি টিম ওই কৃষকের ধান কেটে গোলায় তুলে দেয়। এসময় সেচ্ছাশ্রমে অংশ করেন, সেচ্ছাসেবক জুনাইদ আহমেদ, শ্রাবণী আক্তার, সুমিত সরকার উদয়সহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক। কৃষক শাহজাহান মিয়া জানান, বর্তমানে শ্রমিক সংকট ও মজুরি বেশী থাকার কারণে আমার পক্ষে ধান গুলো কাটা সম্ভব হচ্ছিলনা।সেচ্ছাসেবী সংগঠনের ছেলে-মেয়েরা যদি আমার জমির ধান কেটে না দিতো তাহলে হয়তো পাকা ধানগুলো ক্ষেতেই নষ্ট হয়ে যেতো। তাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। উল্লেখ্য যে, শতদ্র ফাউন্ডেশন সেচ্ছাসেবী এই সংগঠনটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নানানভাবে অংশগ্রহণের মাধ্যমে সকলের প্রশংসা কুড়াচ্ছে।