1. admin@baliapratidin.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত প্রতিবাদ করায় স্কুলছাত্রীর পরিবারকে লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

(নিজস্ব প্রতিবেধক) ময়মনসিংহের ফুলপুরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ৯ম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে পরিবারের লোকজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।এ ঘটনায় স্কুলছাত্রীর মা এলাকায় প্রতিকার না পেয়ে ফুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল রোববার উপজেলার রূপসী ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল কৃষ্টপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হৃদয় (২২)।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান প্রায়ই স্কুল থেকে ফেরার সময় পিছু নেয় সে।অশ্লীল অঙ্গভঙ্গি সমেত তার সাঙ্গপাঙ্গদের নিয়ে নানাভাবে উত্ত্যক্ত করে।এই বিষয়ে তার বাবার কাছে বিচার দিলে সে ক্ষিপ্ত হয়ে আমার পরিবারের লোকজনকে লাঞ্ছিত করে।

এ বিষয়ে ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা জানান, থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।প্রশাসনের কাছে বখাটেপনার বিচার এবং মেয়েসহ পরিবারের সদস্যের জীবনের নিরাপত্তার দাবি জানাচ্ছি।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD