(বিশেষ প্রতিনিধি) গত ৯ই জুন শুক্রবার ৩য় বারের মতো বাংলাদেশ শতদ্রু ফাউন্ডেশনের সেচ্ছাসেবকগণ মানব সেবায় অসহায় হতদরিদ্র ক্ষুতার্থ ব্যাক্তিদের পাশে দাড়িয়ে ভিক্ষা নয় কাজ করে খাই এমন মনোভাব ব্যক্ত করে জয়দেবপুর রেলস্টেশনে প্লাস্টিকের বিনিময়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে শতদ্রু ফাউন্ডেশন,বাংলাদেশ।
জানা যায়- অতিতে বিভিন্ন মানবিক কাজে সংগঠনটি এগিয়ে এসে মানবতার ফেরিওয়ালা হয়ে নানান জনকল্যাণ মূলক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়ে অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিতদের পাশে নিরলসভাবে একদল তরুণ সেচ্ছাসেবা দিয়ে যাচ্ছেন, বাংলাদেশের প্রতিটি কোণায় আনাচে-কানাচে এই শতদ্রু ফাউন্ডেশন এর সেচ্ছাসেবকগণ উপস্থিত হয়ে নিজেদের সাধ্যমত লোকদের সাহায্য সহযোগিতা করে আসছে।দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তাদের নিজস্ব সংগঠনের কমিটি রয়েছে যাদের কার্যক্রম নজর কারবার মত। যেখানেই অসহায়ের আর্তনাদ সেখানেই শতদ্রু ফাউন্ডেশন এর বিভিন্ন সাহায্য সহযোগিতার বিষয় নতুন নয়, নিত্য দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রীন্ট মিডিয়া ও পত্রিকার শিরোনামে এই নামটি নজর কারে। বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এই সংগঠনের নামটি যেনো সম্পৃক্ত হয়ে আছে।
আরও জানা যায় – পরিবেশের ভারসাম্য ও জলবায়ূ পরিবর্তন প্রতিরোধে প্রতি শুক্রবার দুপুরে এমন মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে সংগঠনটির প্রতিষ্ঠাতা জানিয়েছেন।
বি.দ্র : -সংগৃহীত প্লাস্টিক পরবর্তীতে রিসাইকেলিং করা হবে।