(ফুলপুর,ময়মনসিংহ্)ময়মনসিংহের তারাকান্দায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামীসহ বিভিন্ন অপরাধে ৫ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ধর্ষণ মামলার আসামী ঈশ্বরগঞ্জ উপজেলার চট্টি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭), উপজেলার তিলাটিয়া গ্রামের ইয়াবা ব্যবসায়ী জহিরুল ইসলাম লিটন (৩৮), মোঃ শফিকুল ইসলাম (৩০), গাঁজা ব্যবসায়ী রাজদারিকেল গ্রামের মোঃ মোস্তফা মিয়া (৩০) এবং মোজাহাদারদী গ্রামের সিআর সাজা প্রাপ্ত আসামী মোঃ রুবেল মিয়া।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল জানান, আসামীগণকে (২৪ জুলাই) সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।