(বিশেষ প্রতিনিধি) প্রখ্যাত ওলিকুল শিরোমণি দেশবরেণ্য প্রয়াত আলেম ও বালিয়ার পীর শাইখে বালিয়া খ্যাত আল্লামা গিয়াস উদ্দিন পাঠান রহ্ এর উপাধী নিয়ে একটি চক্র ব্যাবসা করে যাচ্ছে বলে পরিবারের সদস্যের অভিযোগ, বিভিন্ন স্থানে পীর সাহেবের পরিবারের সদস্য পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন তহবিলের দান অনুদান, বিভিন্ন ওয়াজ মাহফিলে ও দোয়ার অনুষ্টানে শাইখে বালিয়ার আত্নীয় পরিচয়ে ভূয়া নাম বিক্রি করে অংশগ্রহণ করার অভিযোগ ও সচারাচর, বিভিন্ন প্যানা পোস্টার ও লগোতে বালিয়ার পীর শাইখে বালিয়া আল্লামা গিয়াস উদ্দিন পাঠান রহ্ এর সাহেবজাদা বা আত্নীয় পরিচয়ে নানান বিভ্রান্ত ও বিতর্কের সৃষ্টি হচ্ছে বলে অভিজ্ঞান আলেমরা ধারণা করছেন।
এমতাবস্থায় (শাইখে বালিয়া) উপাধি’টি বালিয়ার পীর আল্লামা গিয়াস উদ্দিন পাঠান রহ্ এর খাস পদবী হিসেবে পরিবারের সদস্যগণ মতব্যাক্ত করে বলেন, এই ব্যাপারে বিভিন্ন জায়গায় তারা খোঁজ খবর নিয়ে ভূয়া পরিচয়ধারীদের শনাক্ত ও আইনি ব্যাবস্থা নিচ্ছে বলে এই প্রতিনিধিকে জানান।
তারা আরোও জানায় -শাইখে বালিয়া ব্যবহার করে যারা বিভিন্ন ধান্দা ও নাম বিক্রি করে লেবাস পরে ঘুরছেন তারা তাদের পিতা ও পরিবারের সুনাম ক্ষুন্ন করছেন। তাদেরকে এই উপাধীটা ব্যবহার হতে সরে যাওয়ার আহ্বান জানান।