কলমে : রাজবীর হাসান ইউসুফ
যাচ্ছে দেখো পালকি চড়ে
অঙ্গে সাদা শাড়ী,
ইহজগৎ দিচ্ছে দেখো
কেমন করে পাড়ি?
নব বধূর রূপ ধরে যে
যাচ্ছে আপন নীড়ে,
চার পাশেতে রাখছে দেখো
কত মানুষ ঘিরে!
এই দুনিয়ার দাম্ভিকতা
শেষ হয়েছে আজি ,
মোল্লা সাহেব জানাজাতে
হয়ছে তারই কাজী।
কন্যার বাড়ি কান্নারই রোল
হাতে-পায়ে ধরি,
কন্যার মুখে নেইকো জবাব
স্তব্ধ দেহ তরী।
দেহ তরীর মাঝি যে জন
শূন্যে দিলো পাড়ি,
দেহ তরী লুটায় যাবে
শূন্য জীবন তারি ।
আসল জীবন হবে শুরু
ঐ না কবর মাঝে,
এই দুনিয়ার কর্ম গুলো
আসবে হেথায় কাজে।
তাইতো জীবন শুরু করো
শিক্ষা নিয়ে তাতে,
যেতে হবে একলা তোমার
যাবে না কেউ সাথে ।