মোঃ-শাফায়েত উল্লাহ্ শান্ত(ফুলপুর,ময়মনসিংহ ) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ (রেজি: নং ০৬/২০২২) এর ময়মনসিংহের ফুলপুর উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। নয়া কমিটিতে সভাপতি পদে মিজানুর রহমান আকন্দ (দৈনিক মানবজমিন) ও সাধারণ সম্পাদক পদে আবু রায়হান (দৈনিক ভোরের কাগজ) মনোনীত হন। পহেলা ডিসেম্বর সুন্দরবন অঞ্চলে সাংগঠনিক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন।
কমিটির সহ-সভাপতিদ্বয় হলেন ক্বারী সুলতান আহম্মাদ ফুলপুরী (দৈনিক জাহান), নজরুল ইসলাম ফকির (দৈনিক বাংলার দর্পণ), মোখছেদুল হক দুলাল (দৈনিক আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম (দৈনিক মুক্তখবর), সেলিম রানা (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম ফকির (সাপ্তাহিক পরিধি), সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (দৈনিক কালবেলা), সহ-সাংগঠনিক সম্পাদক এমএ মোতালেব সরকার (দৈনিক আমাদের নতুন সময়), কোষাধ্যক্ষ সোহাগ মিয়া (এশিয়ান টেলিভিশন), ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান রনি (সাপ্তাহিক ফুলতারা), মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পাঠান (দৈনিক বালিয়া প্রতিদিন), আইসিটি সম্পাদক মিজানুর রহমান সুজন (সিএন নিউজ-২৪), দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন (দৈনিক দেশের কথা), প্রচার সম্পাদক আসাদুল্লাহ গালিব আল সাদি (ওঙ্কার টিভি, ভারত), ধর্ম বিষয়ক সম্পাদক শাফায়েত উল্লাহ্ শান্ত (সাপ্তাহিক ফুলতারা)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন আবুল মনসুর ফকির (সাপ্তাহিক ফুলতারা), ইকবাল হোসেন (দৈনিক দেশের খবর), আহমেদ নয়ন (দৈনিক আলোর নিশান), আবু নাঈম (দৈনিক শিরোমনি)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)।