বিশেষ প্রতিনিধি, রাহাদ হোসেনঃ হারুনর রশীদ মুন্না এমন একটি নাম যিনি রাজপথের লড়াকু সৈনিক। বহুবার জেল জুলুম সহ্য করেও বঙ্গবন্ধু ক্ণ্যার পাশে বটের ছায়ার মত আছেন। এই মানুষটি দুঃখী ও মেহনতী মানুষের নয়নের তারা। এই মহৎ মানুষটি ঢাকা-০৫ আসনের সাবেক ডেমরা থানা আওয়ামিলীগ এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং বর্তমান যাত্রাবাড়ী থানা আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক। ঢাকা-০৫ আসনের উপনির্বাচনে মনোনয়নের সবচেয়ে নৈকট্যময় পর্যায়ে রয়েছেন হারুনর রশীদ মুন্না।বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন।
তার অনুপস্থিতিতে গতকাল ১৭ ই জুলাই বিকেলে ডেমরা থানা ৬৬ নং ওয়ার্ডের বাঁশেরপুল এ ডেমরা থানা আওয়ামিলীগ আয়োজিত অনুষ্ঠানে ‘ হারুনর রশীদ মুন্না’ কে ঢাকা-০৫ আসনের উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী করার দাবিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামিলীগের মুখপাত্র কাউন্সিলর হাজী আবুল কালাম অনু। এ সময় ডেমরা ও যাত্রাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ডের উপস্থিতিতে রসুল ইসলাম রসুলের সভাপতিত্বে আলোচনা জনসভায় রূপান্তরিত হয়।
এ সময় ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরম আস্থাভাজন বিশ্বস্ত কর্মী হারুনর রশীদ মুন্না। তিনি ঢাকা-০৫ আসনের প্রাণের স্পন্দন। এই মানুষটি মনোনয়ন পেলে ঢাকা-০৫ আসনে বিপুল ভোটে জয়ী হয়ে ঢাকা -০৫ আসনকে উন্নয়নের রোল মডেল করে গড়ে তুলবে।